HistoryActor/ActressSeries/Movies

কুনুর বের ইতিহাস-সিজন ৬ এ কনুর বে কি থাকবেন?

কুনুর বের ইতিহাস-সিজন ৬ এ কনুর বে কি থাকবেন?

একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করা এত সহজ ছিলোনা । তিন তিনটা সাম্রাজ্যের শক্তির বিরুদ্ধে উসমান গাজীকে যুদ্ধ করতে হয়েছিলো।
মঙ্গোল সাম্রাজ্য,
বাইজেন্টাইন সাম্রাজ্য,
সেলজুক সাম্রাজ্য । তাদের সাথে ছিলো আবার
পোপের গুপ্তচর বাহিনী
কাতালান বাহিনী । আরো ছিলো
বিশ্বাসঘাতক ও মুনাফিকদের দল ।

সাদা দাড়িওয়ালা এবং বাবার রেখে যাওয়া আমানত নিজের বসতী ও সোগুত এবং কিছু সাহসী আল্প ছাড়া আর কোনো কিছু বা কেউ ছিলো না তার । জায়গায় জায়গায় নিজেকে এবং তার সৈন্যদের কে কষ্ট সৈহ্য করতে হয়েছে। বসতী ছেড়ে পাহাড়ে পাহাড়ে রাত কাটাতে হয়েছে,, মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে বার বার ।

শহীদ হতে হয়েছে অনেক অনেক সৈন্যের । এভাবে হাজার কষ্ট, দুঃখ, নির্যাতন, সৈহ্য করে অগনিত সৈন্যের শহীদের মাধ্যমে তাদের রক্তের মাধ্যমে যখন একদিকে সেলজুক রাষ্ট্রের সূর্য ডুবে যাই অপরদিকে উসমান গাজী ও কিছু অকুতভয় বীর সাহসীদের হাত ধরে নতুন ইসলামী শক্তিশালী রাষ্ট্রের সূর্য উদিত হয় ।

কুনূর আল্পের পরিচিতি

কুরুলুস ওসমান এ কুনূর আল্পের চরিত্র সাধারণ কোনো চরিত্র নয়।এটি একটি ঐতিহাসিক চরিত্র। ওসমানী ইতিহাসে কুনুর বের ইতিহাস এখনো সংরক্ষিত রয়েছে। কনুর বে,, প্রথমে তিনি ছিলেন সেলজুক সাম্রাজ্যের উজির আলম শাহ এর প্রধান সেনাপতি। সাম্রাজ্যের দায়িত্ব পালন করতে সীমান্তে এসে ওসমান বে এর নীতি, আদশ ও ন্যায়পরায়ণ শাসন দেখে মুগ্ধ হয়ে তার অনুগত মহান যুদ্ধা হয়ে যান!! ওসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবদান যেন ভুলার নয়।

পিঠে বল্লম রাখা কনুর বে :

উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে ওসমান গাজীকে যারা একান্ত ভাবে সহযোগিতা করেছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে কনুর আল্প।ওসমান কায়ী বে হওয়ার আগ থেকে কয়েকজন বিশ্বস্ত সহযোগী ছিল, পরবর্তীতে ওসমান কায়ী বে হওয়ার পর সহযোগী তথা সামসা সাবুজ, আইকুত আল্প’, আব্দুর রহমান গাজীরা তার বিশ্বস্ত সেনাপতি হয়ে উঠেছিলেন।


উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা ক্ষেত্রে এই বীর সেনানীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে কনুর আল্প ওসমানের প্রথম দিকে বন্ধু তালিকায় না থাকলেও পরবর্তীতে তিনি তার বিশ্বস্ত সহযোগী হয়ে ওঠেন। ১৩০০ সাল বা এর কিছু পরে ওসমান পশ্চিম আনাতোলিয়ায় একটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেন।

সেনাপতি কনুর বে’র অভিযানসমূহ:

আনাতোলিয়ার অভিযানে ওসমান গাজী , কনুর আল্পকে প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব দিয়েছিলেন। তখন কনুর আল্প ঐসময়ের টেকফুরদেরকে শোচনীয়ভাবে পরাজিত করেন।তুর্কি ইতিহাসে উল্লেখ আছে, কনুর আল্প ওসমান গাজীর মৃত্যুর পর ওরহান গাজীর আদেশ মেনে অভিযান অব্যাহত রাখেন। মূলত ওরহান গাজী তার পিতা জীবিত থাকা সময়ে সামরিক প্রশাসনের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

এই পবিত্র দায়িত্ব গ্রহণ করেই তিনি কনুর আল্পকে কৃষ্ণসাগর সহ আশপাশের এলাকা দখল করার জন্য প্রেরণ করেন। এসময় কনুর আল্প আকিয়াজ, মডারনুর, সাকারিয়া ও প্লেন্ডেছিন জয় করে নেন।তৎকালীন তুর্কি ইসলামিক গবেষকদের মতে তিনি ওরহান গাজীর আদেশ আয়াডোস এবং ক্যাসিলো দখল করে নিয়েছিলেন। একাধিক অভিযানের পর তিনি শেষ পর্যন্ত কুনরপও জয় করেন।

কনুর আল্প’ ১৩২১ সালে বুরসা বন্দরের অন্তর্গত মারমা সাগরের পার্শ্ববর্তী মুডেয়ানাও জয় করে নিয়েছিলেন। পশ্চিম কৃষ্ণসাগরের আশেপাশের অঞ্চল জয় করার পর ওরহান গাজীর নির্দেশে কনুর আল্প’ বুরসা শহর দখল করে নেন।


১৩২৩ সালে বাইজেন্টাইন সাম্রাজ্যের কাছ থেকে হাইপিয়ান শহর দখল করে নেন।ওসমান তার সেনাপতি কনুর আল্পের কাছে শহরটির নিয়ন্ত্রণ হস্তান্তর করেন।১৩২৩ সালে তিনি বুর্সা বিজয়ে বীরত্ব প্রদর্শন করেন। তখন তার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে । উসমান বের নির্দেশে কুনুর বে অনেক গুলো শহর জয় করেন,, যা দিয়ে একজন দক্ষ পরিচালক অনায়েসে ১০০ পর্বের একটা সিরিজ করতে পারবে। তার সময়ে উসমান বের অনেকগুলো সাহসী আল্প ছিল যাদের মধ্যে আকসা কোচা, সামসা চাভুস, আয়কুর্ত আল্প অন্যতম। তারা সবাই কুনুর বের সহযোদ্ধা ছিল। ইতিহাসে তাদের নাম স্বর্নালী অক্ষরে লিখা রয়েছে।

আচ্ছা এখন দর্শক ও পাঠক মহলের কাছে আমার প্রশ্ন কনুর বেকে কি কুরুলুস উসমান সিরিজে সঠিক স্থান দেওয়া হয়েছে?


ইতিহাস বলে ১৩২৮ সালে তিনি মারা যান। বলা হয়, তাঁকে ডুজেছে সমাহিত করা হয়েছে।

কুরুলুস উসমানের ৬ষ্ট সিজনে কনুর বে না থাকার ইতিকথা :

যেখানে অন্যান্য সিরিজের মধ্যে আরো শক্তিশালী চরিত্রগুলো একের পর এক এন্ট্রি নিচ্ছে সেখানে কুরলুস ওসমানে শক্তিশালী ঐতিহাসিক চরিত্র কনুর আল্প বিদায় নিচ্ছে।কুরুলুস উসমান সিরিজ চলছে ইতিহাসের
বিপরীতে দিকে! আফসোস! একটি ঐতিহাসিক সিরিজ কিন্তু মহান গুরুত্বপূর্ণ চরিত্র গুলো দিন দিন সরিয়ে ফেলাই যেন পরিচালকের প্রধান কাজ হয়ে দাড়িয়েছে৷

অথচ এই মহান বীরদের অবদান ইতিহাসে একটু কম নয়৷ সর্বশেষ আপডেট কুরুলুস উসমান সিজন ৬ তে মহান গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চরিত্র কনুর আল্পকে রাখা হচ্ছে না। অথচ এখনো তুরস্কে উসমান গাজীর পাশে কনুর আল্পের ভাস্কর্য রয়েছে। আর কত ইতিহাস বিকৃতি চলবে? সিজন ৬ য়ে থাকবে না ঐতিহাসিক কনুর আল্প, তারগুত আল্প, আকচাকোচা আল্প, হাসান আল্প, আয়কুত আল্প, কারা আলী আল্প, সালতুক আল্প, আকতেমুর আল্প, সামসা আল্প, মিহাইল কোসেস, দরসুন ফকিহের মতো গুরুত্বপূর্ণ চরিত্র।

দেখার আগ্রহ কি আর আছে?

জানা গেছে, কনুর আল্প চরিত্রের অভিনেতা Berk Ercer নিজেই সিজন-০৬ থেকে সরে গেছেন। কিন্তু কেন সরে গেছেন সেটা জানা যায়নি। আমার কথা হলো সরবেইনা কেন?? যেখানে “গাজী আল্প” (চেরকুতাই এর ছেলে)
বেশী স্ক্রিন টাইম পায় সেখান কনুর আল্পকে অল্প একটু দেখায় বা দেখায়ইনা! আপনি আরো ভিজিট করতে পারেন।


আমি বলবো, তিনি সরে গিয়ে নিজেকে এবং কনুর আল্প চরিত্রকে আরো অপমান অপদস্ত হয়ে থেকে বাচিঁয়েছে। শুনা যায় যে দর্শকদের আগ্রহও হ্রাস পাচ্ছে এই সিরিজের প্রতি। পরিচালক যদি সঠিক ইতিহাসকে সামনে রেখে নিজ স্বকীয়তা বজায় রেখে সিরিজ চলমান রাখে আশা করা যায় অন্যান্য সময়ের মতো সকল সিরিজকে টপকিয়ে সবার শীর্ষে কুরুলুস ওসমান থাকবে।

আরো কিছু লেখা পড়ুন

-সাজিদুর রহমান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button