উপায় একাউন্ট খোলার নিয়ম
উপায় একাউন্ট খোলার নিয়ম-2024
আপনি কি উপায় এখন খোলার নিয়ম জানেন না? তাহলে আজকের পোস্ট থেকে উপায় একাউন্ট খোলার নিয়ম জেনে নিন। বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং এর মত উপায়ও নতুন একটি মোবাইল ব্যাংকিং সেবা। উপায় একাউন্টের মাধ্যমে মোবাইল রিচার্জ, পে বিল, অ্যাড মানি ও অনলাইনে পেমেন্ট করতে পারবেন।
তবে এ সকল সুবিধা উপভোগ করার জন্য আপনার একটি উপায় একাউন্ট খুলতে হবে। আপনার কাছে যদি একটি স্মার্টফোন অথবা বাটন ফোন থাকে তাহলে নিচে নিয়ম ফলো করে একটি উপায় একাউন্ট খুলুন। চলুন উপায় একাউন্ট খোলার নিয়ম জেনে নেওয়া যাক।
উপায় একাউন্ট খুলতে কি কি লাগবে?
বর্তমানে ঘরে বসে স্মার্টফোনের সাহায্যে উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলতে পারবেন। উপায় একাউন্ট খুলতে যা যা লাগবে তা দেখে নিন। সচল একটি সিম কার্ড। যে সিম কার্ডে ইতিপূর্বে উপায় একাউন্ট খোলা হয়নি। ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট এবং উক্ত ব্যক্তিকে উপস্থিত থাকতে হবে। একটি স্মার্টফোন ও ইন্টারনেট কানেকশন। উপরোক্ত এই কয়েকটি কাগজপত্র হলেই আপনি নিজেই একটি উপায় একাউন্ট খুলতে পারবেন।
অ্যাপ থেকে উপায় একাউন্ট খোলার নিয়ম ২০২৪
উপায় অ্যাপ দিয়ে একাউন্ট তৈরি করা একদম সহজ। এজন্য প্রথমত গুগল প্লে স্টোর থেকে উপায় উপায় অ্যাপ ইনস্টল করতে হবে। তারপর মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্রের উভয় পার্শ্বের ছবি ও ফেস ভেরিফিকেশন করুন। অতঃপর আপনার একটি সফল উপায় একাউন্ট তৈরি হয়ে যাবে। বিষয়টি আরো সহজভাবে জানতে নিচের নিয়ম ফলো করুন।
ধাপ ১ঃ সর্বপ্রথম গুগল প্লে স্টোর থেকে Upay অ্যাপ ইনস্টল করুন। তারপর অ্যাপটি ওপেন করুন।
ধাপ ২ঃ উপায় অ্যাপ ওপেন করার পর Registration অপশনে ক্লিক করুন। এখন যে মোবাইল নাম্বার দিয়ে উপায় একাউন্ট খুলতে চাচ্ছেন। সেই মোবাইল নাম্বার দিন। তারপর ওটিপি কোড দিয়ে নাম্বার ভেরিফাই করুন।
ধাপ ৩ঃ এরপর যার জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে উপায় একাউন্ট খুলতে চাচ্ছেন সেই জাতীয় পরিচয় পত্রের সামনে ও পিছনের অংশের ছবি তুলুন। ভালোভাবে ছবি তোলার পর সাবমিট বাটনে ক্লিক করুন।
ধাপ ৪ঃ তারপর এই অপশনে রেজিস্ট্রেশন কারীর পেশা, লিঙ্গ ও অন্যান্য তথ্য সিলেক্ট করুন। এগুলো সঠিক ভাবে দেওয়ার পর Confirm বাটনে ক্লিক করুন।
ধাপ ৫ঃ সর্বশেষ ধাপে চার সংখ্যার পিন কোড দিতে হবে। New 4 Digit PIN এর ঘরে পিন দিয়ে Confirm PIN এর ঘরেও একই পিন নাম্বার দিয়ে Confirm বাটনে ক্লিক করুন। ব্যাস, তৈরি হয়ে গেল আপনার নতুন একটি উপায় একাউন্ট।
বাটন মোবাইলে উপায় একাউন্ট খোলার নিয়ম
যাদের স্মার্টফোন নেই তারা বাটন মোবাইল দিয়েও উপায় একাউন্ট খুলতে পারবেন। তবে নিজে নিজে বাটন মোবাইলে উপায় একাউন্ট খুলতে পারবেন না। এজন্য আপনার নিকটস্থ উপায় এজেন্ট শাখায় যোগাযোগ করতে হবে। এছাড়া ভোটার আইডি কার্ড ও পাসপোর্ট সাইজের ছবি নিয়ে উপায় কাস্টমার কেয়ারে যোগাযোগ করে নতুন একাউন্ট খুলতে পারবেন।
উপায় একাউন্ট খুললে কত টাকা বোনাস: অ্যাপের মাধ্যমে নতুন উপায় অ্যাকাউন্ট খুললে একজন গ্রাহক সর্বোচ্চ ৭৫ টাকা বোনাস পাবে। তবে ৭৫ টাকা বোনাস পাওয়ার জন্য আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে।
উপরোক্ত নিয়ম অনুসরণ করে আপনি যখন অ্যাপ থেকে নতুন একটি উপায় অ্যাকাউন্ট খুলবেন তখন সাথে সাথে ২০ টাকা বোনাস পাবেন।
এরপর অ্যাকাউন্ট তৈরি করার ৩০ দিনের মধ্যে ৫০০ টাকা ক্যাশ ইন বা অ্যাড মানি করলে পাচ্ছেন আরও ২০ টাকা বোনাস। তারপর একাউন্ট তৈরি করার ৩০ দিনের মধ্যে নিজের নাম্বারে ৪০ টাকা রিচার্জ করলে ২০ টাকা বোনাস তো পাচ্ছে নি।
তাছাড়া একাউন্ট খোলার ৩০ দিনের মধ্যে পে বিল ও অনলাইন পেমেন্ট করে আরো ১৫ টাকা বোনাস পাবেন। তাহলে হিসাব করে দেখা গেল নতুন উপায় অ্যাকাউন্ট খুললে সর্বমোট আপনি ৭৫ টাকা বোনাস পাবেন।
উপায় একাউন্ট এর সুবিধাসমূহ
দেশের অন্যান্য মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের চেয়ে উপায় মোবাইল ব্যাংকিং এ সুযোগ-সুবিধা বেশি পাচ্ছেন। উপায় একাউন্ট এর সুবিধা সমূহ নিচে তুলে ধরা হলো।
ক্যাশ আউট চার্জঃ দেশের সবথেকে কম রেটে উপায় অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করতে পারবেন। বর্তমানে উপায় একাউন্টের ক্যাশ আউট চার্জ মাত্র হাজারে ১৪ টাকা। আর UCB ATM booth থেকে মাত্র ৮ টাকায় ক্যাশ আউট করতে পারবেন।
মোবাইল রিচার্জঃ আপনার যদি একটি উপায় অ্যাকাউন্ট থাকে তাহলে যেকোনো সিমে মোবাইল রিচার্জ করতে পারবেন। এর জন্য বাড়তি কোন ফি দিতে হবে না।
বিল পেমেন্টঃ গ্যাস, বিদ্যুৎ, পানি ও ইন্টারনেট সব ধরনের বিল পেমেন্ট করতে পারবেন উপায় অ্যাকাউন্টের মাধ্যমে।
সেন্ড মানিঃ উপায় অ্যাকাউন্ট ব্যবহারকারীকে আপনার একাউন্ট থেকে সহজেই টাকা সেন্ড মানি করতে পারবেন।
অন্যান্য সুবিধাঃ অনলাইন পেমেন্ট, বিভিন্ন সরকারি-বেসরকারি ওয়েবসাইটে ফি পরিশোধ ও ডোনেশন সবকিছুই উপায় একাউন্টের মাধ্যমে করা যাবে।
তাই দেরি না করে এখনই উপরোক্ত নিয়ম অনুসরণ করে নতুন একটি উপায় একাউন্ট খুলুন।
শেষকথা: আজকের পোস্ট থেকে উপায় একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানলাম। আশা করি, উপরের নিয়ম অনুসরণ করে সহজেই একটি উপায় একাউন্ট তৈরি করতে পারবেন। আপনি আরো ভিজিট করতে পারেন।
এছাড়া অ্যাকাউন্ট খোলার সংক্রান্ত সকল ধরনের সহযোগিতা পেতে অবশ্যই আমাদের ব্লগে কমেন্ট করুন। এরকম মোবাইল ব্যাংকিং সম্পর্কিত নতুন নতুন পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।