News

সালাহউদ্দিন আইয়ুবী সিজন ২

সালাহউদ্দিন আইয়ুবী সিজন ২ কবে আসবে?

গাজী সালাউদ্দিন আইয়ুবী একটি আগ্রহ ও অনুপ্রেরণার নাম। নামটি শুনলেই কেমন জানি মনের ভেতর আলাদা অনুভতি সৃষ্টি হয় এবং একজন সাচ্চা মুসলিম ও মুসলিম জাতির ইতিহাসের এক মহানায়কের চেহারা উদ্ভাসিত হয়। যিনি ছিলেন সত্যিকারার্থে মুসলিম যুবকদের আইডল। শত শত যুবক যার ইতিহাস থেকে শিক্ষা নেয়। অসংখ্য মুসলিম তাকে না দেখেই অনুসরণ অনুকরণ করে ভালোবেসে হৃদয়ে আঁকড়িয়ে রাখে।

তাঁকে সামনে রেখেই বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও ক্লিপ, মুভি,ছোট – বড় সিরিজ তৈরি করেছে তারই পথ ধরে পাকিস্তান ও তূর্কিস্থানের যৌথ উদ্যোগে তৈরি হয় ” সালাউদ্দিন আইয়ুবী সিরিজ “। বহু দর্শক শুধু তার নামটাকেই মহব্বত করে এ সিরিজ টা দেখে।

এখন দেখার বিষয় এ সিরিজের পরিচালকগন সঠিক ইতিহাসকে সামনে রেখে সিজন 2 নির্মান করতে পারবে কি? কেননা গত সিজন 1 নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে।
আবার কেউ কেউ প্রশংসাও করেছে।

আহ! মনে হচ্ছে কত যুগ কেটে যাচ্ছে তুর্কী সিরিজ থেকে দূরে আছি,,, আবার কোন দিন থেকে শুরু হবে অপেক্ষায়, কখন আসবে নতুন ভলিউম আর আমরা মন ভরে উপভোগ করবো। যারা তুর্কী সিরিজ দেখতে চান তাদের জন্য রয়েছে বিশাল সু খবর ” অনুবাদ মিডিয়া ” টেলিগ্রাম এ পাবেন অসংখ্য সিরিজের লিংক সেখান থেকে আপনার প্রিয় সিরিজ টি এখনই দেখেনিন।

সকলেরই মনে অজানা প্রশ্ন কবে সালাউদ্দিন সিরিজের সিজন ২ কবে আসবে??
এটা বলতে গেলে এখনো সঠিকভাবে জানা যায়নি, তবে শুনা গেছে নতুন নতুন অভিনেতা যোগ দিচ্ছে। আমরা যাদের যোগ দেওয়ার বিষয়ে শিওর হয়েছি তাদের নাম জানিয়ে দিচ্ছি পরবর্তীতে যারা যোগ দিচ্ছে তাদের সবকিছুও বিস্তারিত বিবরণ সময়ে সময়ে জানিয়ে দেব। সালাউদ্দিন আইউবির মূল ভূমিকায় অভিনয় করা উগার গুনস ছুটিতে না গিয়ে “ট্রু লাভ ওয়ান লাভ” নামের একটি মুভির কাজ হাতে নিয়েছেন। যার শুটিং শুরু হওয়ার কথা এই মাস তথা আগষ্টের শুরুতেই।

নতুন অভিনেতাগনের তালিকা :

১: সালাহউদ্দীন আইয়্যুবী সিজন ০২ এ যুক্ত হয়েছেন আমেরিকান অভিনেতা Kevork Malikyan.
তিনি এর আগে পায়িতাখত আব্দুল হামিদে অভিনয় করেছিলেন।

২:– পাহাড়ি এফেন্দি চরিত্রে অভিনেতা সিজন 2তে থাকবেন নিশ্চিত করা হয়েছে।

৩:–পাকিস্তানের উল্লেখযোগ্য একজন অভিনেত্রী নাম হল :-Dur-e Fishen Saleem.তিনিও থাকছেন ২য় সিজনে।

৪:– আমেরিকান অভিনেতা “কেভর্ক মালিকান” তিনিও যোগ দিচ্ছে সিজন 2তে। এছাড়াও আরো অনেকে

আপনারা আমাদের পেইজে সবসময় ভালো মানের সাবটাইটেল পাবেন আমরা সেই চেষ্টা করে যাব। আমরা চাই ,আপনারা সর্বদা আমাদের পাশে থাকবেন, আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।

Mrs Nazmin

I am Nazmin akter. I am SEO expart. I am living in USA. I love to write content.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button