Actor/ActressBiographyবুরাক ওজিভিট

বুরাক ওজিভিট

বুরাক ওজিভিট এর বাস্তব জিবনী।

বুরাক ওজিভিট: একজন তুর্কি অভিনেতা ও সময়ের সেরা মডেল। যিনি সবথেকে বেশি পরিচিত হন “কালিকুসু” (২০১৩-২০১৪) এবং “কারা সেভদা” (২০১৫-২০১৭) চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। বর্তমানে বুরাক ওজিভিট মুসলিম ইতিহাসের ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার চরিত্রে অভিনয় করছেন। এটা ইতিহাস-ভিত্তিক ও রোমাঞ্চকর সিরিজ “কুরুলুস: উসমান” (যা ২০১৯-বর্তমান পর্যন্ত চলমান) যেখানে তিনি “ওসমান বে” চরিত্রে অভিনয় করছেন। তিনি তার অভিনয় জীবনে অসংখ্য পুরুষ্কার ও সম্মাননা পেয়েছেন।

জন্ম ও প্রাথমিক জিবন: বুরাক ওজিভিট ১৯৮৪ সালে ডিসেম্বর মাসের ২৪ তারিখ ইস্তাম্বুলের গাজিয়ানটেপের একটি ছোট পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কাজিম ইসমেন উচ্চ বিদ্যালয়ে হতে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং পরবর্তিতে তিনি মারমারা বিশ্ববিদ্যালয় হতে ‘চারুকলা অনুষদ‘, ‘ফটোগ্রাফি বিভাগ‘ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন

অভিনয় ও জিবন: বুরাক ওজিভিট তুরস্কের শীর্ষ মডেল নির্বাচিত হন ২০০৩ সালে। এরপর তিনি তুরস্কের বিভিন্ন মডেল এজেন্সি গুলোর সাথে কাজ শুরু করেন। এরই ধারাবাহিকতায় বুরাক ওজিভিট ২০০৫ সালে বিশ্বের ২য় সেরা অভিনেতা নির্বাচিত হন। তার ক্যারিয়ার শুরু হয় “এক্সি ১৮” নামক একটি টেলিভিশন সিরিজের মাধ্যমে।পরবর্তীতে আরো বিভিন্ন সিরিজে তিনি কাজ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো “বাবা ওকেয়ে” “মুসালিয়াত” “পরচর্চা গার্ল” ইত্যাদি

বুরাক ওজিভিট তুরস্কের বিখ্যাত সিরিজ সুলতান সুলেমানে মালকোওলু বালু বে চরিত্রে অভিনয় করে। অতপর তিনি অন্য একটি সিরিজে ফাহরিয়ে ইভেনের সাথে কামরান চরিত্রে অভিনয় করেন। সিরিজে অভিনয়ের পাশাপাশি মুভিতে অভিনয় শুরু করেন বুরাক ওজিভিট। তার অভিনয় করা উল্লেখযোগ্য মুভি হলো “আস্ক সানা বেঞ্জার” “কার্দেয়িম বেনিম

এরপর দীর্ঘ বিরতির পরে ২০১৫সালে পুনরায় টিভি সিরিজ “কারা সেভদা” তে কমল সয়াদির চরিত্রে অভিনয় করেন।

বিবাহ: বুরাক ওজিভিট বাগদান বন্ধনে আবদ্ধ হন ৯ ফেব্রুয়ারি ২০১৭ সালে। তার বাগদান অনুষ্ঠান করেন জার্মানিতে। অভিনেত্রী ফাহরিয়ে ইভেনের সাথে বাগদান অনুষ্ঠান সম্পূর্ণ হয়। এবং তারা ২৯ জুন ২০১৭ সালে ইস্তাম্বুলে বিয়ে করেন। তাদের একমাত্র পুত্র সন্তান করণের জন্ম হয় ১৩ এপ্রিল ২০১৯

তুরস্কের এ জনপ্রিয় অভিনেতা বিভিন্ন মুভি এবং সিরিজে অভিনয় করেছেন। নিচে তার অভিনয় করা সিরিজ এবং মুভির তালিকা প্রকাশ করা হল।

চলচ্চিত্র:

বছরশিরোনামভূমিকা
২০০৭মুসাল্লাতসুয়াত
২০১৩জারাফাহাসান (তুর্কি ডাবিং ভয়েস)
২০১৫আস্ক সানা বেঞ্জারবালেকা আলী
২০১৬কার্দেয়িম বেনিমহাকান
২০১৭কার্দেয়িম বেনিম ২হাকান
২০১৮ফেদা দিতে পারেক্যাপ্টেন আল্পারস্লান

নাটক টিভি সিরিজ:

বছরশিরোনামভূমিকা
২০০৬এক্সি ১৮মুরাত
২০০৭জোড়াকি কোকাওমের পজোলাত
২০০৮-২০০৯বাবা ওকাগıগুভেন
২০১০ইহানেতআমির
২০১০-২০১১কাক সেলারইনেতিন আতেশোগলু
২০১১-২০১৩মুহতেম ইয়েজিলমালকোওলু বালু বে
২০১৩-২০১৪কালিকুসুকামরান
২০১৫-২০১৭কারা সেভদাকামাল সয়াদেয়ার
২০১৯কুরুলু: ওসমানপ্রথম ওসমান

পুরস্কার এবং মনোনয়ন: বুরাক ওজিভিট ২০০৫ সালে, তুরস্কের সেরা মডেল নির্বাচিত হয়ে পুরুষ্কার জিতেছিলেন। একই বছর তিনি “বিশ্বের সেরা মডেল” প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন।

আরো কিছু লেখা পড়ুন

Table of Contents

Mrs Nazmin

I am Nazmin akter. I am SEO expart. I am living in USA. I love to write content.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button