Technology

বিকাশ একাউন্ট কার আইডি দিয়ে খোলা

বিকাশ একাউন্ট কার আইডি দিয়ে খোলা

বাংলাদেশের মোবাইল ব্যাংকিং ব্যবস্থা মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিকাশ। যদি কোন কারণে বিকাশ একাউন্ট বন্ধ হয়ে যায় অথবা পিন নাম্বার ভুলে যান তাহলে অবশ্যই বিকাশ একাউন্ট কার আইডি দিয়ে খোলা জানতে হবে। 

আমরা অনেকেই বার বার ভুল পিন কোড দেওয়ার কারণে বিকাশ একাউন্ট বন্ধ বা লক হয়ে যায়। লক হয়ে যাওয়া বিকাশ একাউন্ট এর মাধ্যমে কোন লেনদেন করা যায় না। এজন্য বিকাশ একাউন্ট কার নামে খোলা তা জানতে হবে। তাই আজকের পোস্টে বিকাশ একাউন্ট কার আইডি দিয়ে খোলা ও কিভাবে বিকাশ নাম্বার দিয়ে পরিচয় বের করা যায় তা জানবো।

বিকাশ একাউন্ট কার আইডি দিয়ে খোলা:

বিকাশ একাউন্ট কার আইডি দিয়ে খোলা এটা জানা জন্য বিকাশ কাস্টমার কেয়ারে যেতে হবে। বিকাশ কাস্টমার কেয়ারের প্রতিনিধি আপনার বিকাশ একাউন্টের তথ্য প্রদান করবে। বিকাশ কাস্টমার কেয়ারে ফোন করলেও বিকাশ একাউন্ট কার আইডি দিয়ে সেই তথ্য নিতে পারবেন না। তবে সেলফিন অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট কার নামে খোলা সেটা জানতে পারবেন। কিভাবে এটা বের করবেন সেটা নিচে দেখুন। 

বিকাশ একাউন্ট কার আইডি দিয়ে খোলা তা দেখবো কিভাবে?  

বিকাশ একাউন্ট কার নামে বা কার আইডি দিয়ে খোলা এটা জানতে হলে আপনাকে অবশ্যই ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ ব্যবহার করতে হবে। এজন্য-

Cellfin লিখে প্লে-স্টোরে গিয়ে সার্চ করে অ্যাপটি ইন্সটল করুন। তারপর ওপেন করে মোবাইল নাম্বার ও পিন দিয়ে লগইন করুন।Cellfin অ্যাপের হোম পেজে Fund Transfer পয়েন্টে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে বিকাশ অপশনটি সিলেক্ট করুন। এখানে বিকাশ নাম্বার দিন। যে বিকাশ একাউন্ট সম্পর্কে তথ্য জানতে চান। অবশ্যই ওই একাউন্টের নাম্বার দিতে হবে। নাম্বার দেওয়া হয়ে গেলে পরবর্তী ক্লিক করুন।

অবশেষে আপনার বিকাশ একাউন্ট কার নামে খোলা তা এখানে দেখতে পারবেন। প্রোফাইল বাটনে ক্লিক করে এ বিষয়ে আরো তথ্য জানতে পারবেন।

বিকাশ নাম্বার দিয়ে পরিচয় বের করার উপায় কি?

বর্তমানে বিকাশ নাম্বার দিয়ে খুব সহজেই যেকোনো ব্যক্তির পরিচয় বের করতে পারবেন। পরিচয় বলতে শুধুমাত্র বিকাশ নাম্বার দিয়ে কার নামে বিকাশ একাউন্ট রয়েছে সেটা জানা যাবে। বিকাশ নাম্বার দিয়ে ব্যক্তির পরিচয় বের করতে Cellfin অ্যাপ ওপেন করুন। তারপর হোম পেজ থেকে Fund Transfer অপশনে ক্লিক করে বিকাশ সিলেক্ট করবেন। এরপর যে বিকাশ নাম্বার এর পরিচয় জানতে চাচ্ছেন, সে বিকাশ নাম্বার তুলুন। এখন পরবর্তী অপশনে ক্লিক করলে কার নামে বিকাশ একাউন্ট তা দেখতে পারবেন। 

বিকাশ একাউন্ট কোন ভোটার আইডি দিয়ে খোলা তা দেখবো কিভাবে?

বিকাশ একাউন্ট কোন ভোটার আইডি দিয়ে খোলা তা দেখতে না পারলেও কোন ব্যক্তির নামে একাউন্ট খোলা তা জানতে পারবেন। এজন্য আপনাকে Cellfin অ্যাপ ইনস্টল করতে হবে। যদি অ্যাপসটি ইনস্টল না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন। 

তারপর মোবাইল নম্বর ও পিন কোড দিয়ে লগইন করুন। এখন Fund Transfer অপশনে ক্লিক করলে বেশ কয়েকটি অপশন আসবে এর মধ্যে থেকে bKash সিলেক্ট করুন। এখানে যে বিকাশ নাম্বারের পরিচয় জানতে চাচ্ছেন সেই নাম্বার টাইপ করে পরবর্তী বাটনে ক্লিক করুন। অতঃপর বিকাশ নাম্বারটি কার নামে খোলা আছে তা সহজেই দেখতে পারবেন। আপনি আরো ভিজিট করতে পারেন।

একটি এনআইডি দিয়ে কয়টি বিকাশ খোলা যায়:

আগের দিনে একটি এনআইডি দিয়ে অনেক গুলো বিকাশ একাউন্ট খোলা যেত। কিন্তু বর্তমানে একটি এনআইডি কার্ডের দিয়ে একটি মাত্র বিকাশ একাউন্ট খোলা যায়। তাই একটি আইডি কার্ড দিয়ে কখনোই একের অধিক বিকাশ একাউন্ট খোলার চেষ্টা করবেন না। 

বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম কি?

যদি অন্য কেউ আপনার ভোটার আইডি কার্ড দিয়ে বিকাশ একাউন্ট খোলে তাহলে আপনি একাউন্ট সাময়িক বন্ধ করতে পারবেন।  বিকাশ একাউন্ট বন্ধ করার জন্য নিকটস্থ বিকাশ কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করুন। এছাড়া বিকাশ হেল্পলাইন নাম্বার ফোন করেও একাউন্ট বন্ধ করতে পারবেন। 

এই নাম্বারে ১৬২৪৭ সরাসরি ফোন করে কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলুন। তারপর আপনি কি কারণে বিকাশ একাউন্ট বন্ধ করতে চাচ্ছেন সেই বিষয়টি তাকে অবগত করুন। এরপর আপনার বিকাশ একাউন্ট সংক্রান্ত বেশকিছু প্রশ্নের উত্তর দিন। সবশেষে বিকাশ কাস্টমার কেয়ার হতে আপনার একাউন্ট বন্ধ করে দেয়া হবে। 

আরো কিছু লেখা পড়ুন

Mrs Nazmin

I am Nazmin akter. I am SEO expart. I am living in USA. I love to write content.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button