Technology

নগদ একাউন্ট কোন আইডি দিয়ে খোলা

নগদ একাউন্ট কোন আইডি দিয়ে খোলা?

নগদ একাউন্ট কার নামে দেখার নিয়ম

আমরা অনেকেই নগদ একাউন্ট ব্যবহার করে থাকি। তবে জানি না, আমাদের নগদ একাউন্ট কোন আইডি দিয়ে খোলা। তাই আজকের পোস্ট থেকে নগদ একাউন্ট কার নামে দেখার নিয়ম জানতে পারবেন। 

বর্তমানে দেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা নগদ। নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমরা সাধারণত টাকা লেনদেন করে থাকি। তাই নগদ একাউন্ট কোন আইডি কার্ড দিয়ে খোলা তা জানা প্রয়োজন। কারণ আপনার নগদ একাউন্ট যদি অন্য কারো আইডি কার্ড দিয়ে খোলা থাকে তাহলে পরবর্তীতে সমস্যা হবে। তাই নগদ একাউন্ট কার নামে দেখার নিয়ম জেনে নিন। 

নগদ একাউন্ট কোন আইডি দিয়ে খোলা: 

বর্তমান সময়ে ঘরে বসেই নগদ একাউন্ট কোন আইডি দিয়ে খোলা তা দেখতে পারবেন। এজন্য আর নগদ কাস্টমার কেয়ার সেন্টার যোগাযোগ করতে হবে না। তবে, এক্ষেত্রে আপনাকে নগদ অ্যাপ ব্যবহারকারী হতে হবে। নগদ অ্যাপ দিয়ে কার নামে একাউন্ট খোলা তা দেখুন খুব সহজেই। 

এজন্য সর্বপ্রথম আপনাকে নগদ অ্যাপ ওপেন করতে হবে। তারপর পিন নম্বর দিয়ে নগদ অ্যাপ লগইন করুন। 

এরপর “My Nagad” বাটনে ক্লিক করে Re Submit KYC অপশনে ক্লিক করে দিন। এখন যে ব্যক্তির ভোটার আইডি কার্ড দিয়ে নগদ একাউন্ট খোলা তার আইডি কার্ড শো করবে।  ব্যাস, এভাবেই মাত্র ২ মিনিটের মধ্যে নগদ একাউন্ট কার আইডি দিয়ে খোলা তা দেখতে পারবেন। 

নগদ একাউন্ট কার নামে দেখার নিয়ম 

নগদ একাউন্ট কার নামে তা দেখতে প্রথমে আপনাকে নগদ অ্যাপে লগইন করতে হবে। তারপরে নগদ অ্যাপের “My Nagad” অপশনে ক্লিক করুন। তারপর নিচে “Re Submit KYC” অপশন দেখলে সেখানে ক্লিক করুন। অতঃপর, নগদ একাউন্ট কার নামে আছে সেটা দেখতে পারবেন। 

এছাড়া আর একটি সহজ উপায়ে জানা যাবে নগদ একাউন্ট কার নামে খোলা রয়েছে। এজন্য আপনার CellFin একাউন্ট থাকতে হবে। যদি একাউন্ট না থাকে তাহলে রেজিস্ট্রেশন করে নিন। তারপর মোবাইল নাম্বার ও পিন দিয়ে CellFin অ্যাপ লগইন করুন। এরপর “Fund Transfer” অপশনে ক্লিক করে নগদ সিলেক্ট করুন। 

এখন আপনার নগদ নাম্বার দিন। তারপর Receiver Name এর জায়গায় এই নগদ একাউন্টটি কার নামে রয়েছে সেই নাম দেখতে পারবেন। এভাবেই মূলত আপনি খুব সহজেই নগদ একাউন্ট কার নামে রেজিস্ট্রেশন করা তা দেখতে পারবেন। 

নগদ একাউন্টের মালিকানা পরিবর্তন

আপনার নগদ একাউন্টটি যদি অন্য কোন ব্যক্তির নামে খোলা থাকে তাহলে অবশ্যই নগদ একাউন্টের মালিকানা পরিবর্তন করতে হবে। বর্তমানে নগদ একাউন্টের মালিকানা পরিবর্তন করা অনেক সহজ। তবে নগদ একাউন্টের মালিকানা পরিবর্তন আপনি নিজে নিজে পরিবর্তন করতে পারবেন না। এজন্য আপনাকে নগদ কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করতে হবে। 

কাস্টমার কেয়ারে যাওয়ার আগে বর্তমানে যার নামে নগদ একাউন্ট খোলা তাকে নিয়ে যেতে হবে। সেই সাথে আপনাকেও যেতে হবে। এর সাথে পাসপোর্ট সাইজের ছবি ও ২ জনের এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন। তাই আপনি যদি নগদ একাউন্টের মালিকানা পরিবর্তন করতে চান। তাহলে উপরোক্ত কাগজপত্র গুলো নিয়ে নিকটস্থ নগদ কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করুন। You can also visit

নগদ একাউন্ট বন্ধ করার নিয়ম ২০২৪

হঠাৎ করে যদি কারো মোবাইল ফোন হারিয়ে যায় সেক্ষেত্রে নগদ একাউন্ট বন্ধ করার প্রয়োজন হয়।তাই নগদ একাউন্ট বন্ধ করার নিয়ম জানা দরকার। এখন সাময়িকভাবে নগদ একাউন্ট বন্ধ করা অনেক সহজ। এজন্য সরাসরি 16167 নম্বরে ফোন করুন। তারপর কাস্টমার কেয়ারে প্রতিনিধির সাথে কথা বলতে চান। এখন কি কারণে নগদ একাউন্ট বন্ধ করতে চাচ্ছেন সেটা কাস্টমার কেয়ার প্রতিনিধিকে জানান। 

তারপর কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনাকে যে সব প্রশ্ন করবে তার সঠিক উত্তর দিন। যেমন কার নামে নগদ একাউন্ট খোলা রয়েছে, জন্ম তারিখ, পিতা-মাতার ও এনআইডি কার্ডের নাম্বার ইত্যাদি। এগুলো তথ্য সঠিকভাবে বললেই আপনার নগদ একাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেয়া হবে। অতঃপর আপনি যখন চাইবেন তখন আবারো নগদ একাউন্ট চালু করতে পারবেন। 

কিভাবে নগদ একাউন্ট ডিলিট করব?

অনেক সময় আমরা একের অধিক নগদ একাউন্ট খুলে ফেলি। আবার নিজের আইডি দিয়ে যদি অন্য কেউ নগদ একাউন্ট খুলে তাহলে এই নগদ একাউন্ট অবশ্যই ডিলিট করা দরকার। আপনি দু রকম ভাবে নগদ একাউন্ট ডিলিট করতে পারবেন। নগদ কাস্টমার কেয়ার সেন্টার দিয়ে এবং নগদ হটলাইন নাম্বারে ফোন করে। তবে সব থেকে সহজ উপায় হলো নগদ হটলাইন নাম্বারে ফোন দেওয়া। নগদ হটলাইন নাম্বারে ফোন দিলে সাথে সাথেই আপনার নগদ অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। 

এজন্য সরাসরি 16167 নাম্বারে ফোন করুন। তারপর কি কারণে নগদ একাউন্ট ডিলিট করতে চাচ্ছেন সেই তথ্য কাস্টমার কেয়ার প্রতিনিধি থেকে জানান। কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনার নাম, বাবা-মার নাম, আইডি কার্ডের নাম্বার, জন্ম তারিখ ও ঠিকানা জানতে চাইবে। সবগুলো তথ্যের সঠিক উত্তর দিতে হবে। অতঃপর কাস্টমার কেয়ার থেকে আপনার একাউন্টে একদম ডিলিট করে দেয়া হবে।

এছাড়া আপনার নিকটে যদি নগদ কাস্টমার কেয়ার সেন্টার তাহলে ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে সেখানে যোগাযোগ করুন।

নগদ কাস্টমার কেয়ার নাম্বার

নগদ একাউন্টের সকল সমস্যা জানাতে পারেন নগদ কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করে। বিশেষ করে নগদ একাউন্টের পিন রিসেট, একাউন্টের মালিকানা পরিবর্তন, একাউন্ট বন্ধ ও একাউন্ট ডিলিট সহ অন্যান্য সকল সমস্যার সমাধান পাবেন। 

এজন্য নগদ কাস্টমার কেয়ার নাম্বারে যোগাযোগ করুন। নগদ কাস্টমার কেয়ার নাম্বার 16167 এবং 09609-616167। যেকোনো একটি নাম্বারে যেকোন সময় আপনার সমস্যার কথা বলুন। ইনশাআল্লাহ সমাধান পাবেন। 

আরো কিছু লেখা পড়ুন

Mrs Nazmin

I am Nazmin akter. I am SEO expart. I am living in USA. I love to write content.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button