News

কুরুলুস ওসমান সিজন 6 কবে আসবে?

কুরুলুস ওসমান সিজন 6 কবে আসবে?

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের অনুবাদ মিডিয়া চ্যানেল এখন বিশাল এক পরিবার , হেই,,, মাশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক মানুষের ভালোবাসা নিয়ে বড় পরিবার হবার জন্য অপেক্ষা করছি! আশাকরি সবাই পাশে থাকবেন। বন্ধু বান্ধবদের জয়েন করাবেন! তুর্কি সিরিজ দিরিলিস এরতুগ্রুল এবং কুরুলুস উসমান– সুলতান মেহমেদ ফাতেহী, সালাউদ্দিন আইয়ুবী ও অন্যান্য সিরিজ এর মতো সুন্দর সিরিজগুলোর মাধ্যমে ইতিহাস জানাতে আমাদের এই প্রচেষ্টা! ধন্যবাদ সবাইকে যারা সর্বদা আমাদের পাশে রয়েছেন। বিশেষ করে আমার অ্যাডমিন প্যানেল এর জন্য ভালোবাসা অনেক এজন্য যে, আপনারা নিজেদের প্রতিভা দিয়ে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন এমনকি আমি না থাকলেও আপনারা খুব সুন্দরভাবে চ্যানেল পরিচালনা করেন! মাশাআল্লাহ।

কুরুলুস ওসমানের দর্শক এবং তূর্কি সিরিজপ্রেমিরা অধির আগ্রহে অপেক্ষায় রয়েছে তাদের দেখা অন্যতম সিরিজ কুরুলুস ওসমান এর সিজন 6 কবে আসবে। বেশকিছু দিন যাবত প্রায় তূর্কি সকল সিরিজ বন্ধ। অনেক লোকই যারা ইন্ডিয়ান হলিউড,বলিউড মুভি নিয়মিত দেখতো তাদের অধিকাংশই আজ তূর্কি সিরিজের ভক্ত হয়ে গেছে। যেগুলোর মাঝে ইসলামি সোনালী যুগের বিভিন্ন ইতিহাস ফুটে ওঠেছে।

কিছু সিরিজ রয়েছে যেগুলো শুধু ইসলামি নিদর্শনের ওপর নির্মিত হয়েছে। তারমানে এই নয় যে আপনি এগুলোকে দেখা বৈধ বলতে পারবেন। এগুলো দেখতে হলে বৈধ – অবৈধকে এক সাইডে রেখেই দেখা লাগবে। অনেকেই জিজ্ঞেস করতেছে নতুন অভিনেতা -অভিনেত্রীর ব্যাপারে আসলে বলতে গেলে তাদের এ জানতে চাওয়া আগ্রহ থেকেই। বিভিন্ন সোর্স থেকে জানা যায় কুরুলুস ওসমান এর সিজন 6 অক্টোবর মাসের মধ্যেই আসবে। আমরাও আবার সাবটাইটেলের মাধ্যমে আপনাদের পাশে থাকবো। আমরা সাবটাইটেল টিম রাতদিন নিরলসভাবে মেহনত করে আপনাদেরকে মানসম্মত সাবটাইটেল – ডাবিং উপহার দেওয়ার জন্য। আশা করি আপনারাও আমাদের পাশে সর্বদা রয়েছেন আগামিতেও থাকবেন এটাই কামনা।

কুরুলুস উসমান সিজন 6 এর শুটিং স্পর্ট এর কার্যক্রম তথা মেরামত কাজ শুরু হবে ২০ আগষ্ট হতে এবং শুটিং শুরু হবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে। এর মাঝমাঝি সময় বিভিন্ন নতুন নতুন চরিত্রের নাম প্রকাশ হবে। ইতিমধ্যে সালাহউদ্দিন ও মেহমেদ সিরিজে বিভিন্ন নতুন নতুন অভিনেতা যোগ দেওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। সময় হলে আমরা আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। মানসম্মত সাবটাইটেল- ডাবিং এবং বিভিন্ন তূর্কি মুভি দেখতে চান আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন।

Mrs Nazmin

I am Nazmin akter. I am SEO expart. I am living in USA. I love to write content.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button